বিনোদন ডেস্ক : মেয়ে-ভীতি থাকা পিয়াল একরাতে বিপাকে পড়ে। তমা নামের একটা মেয়ে তার পিছু নেয়। তমা পিয়ালকে অনুরোধ করে, তাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যেতে। কারণ, তাকে কয়েকজন বখাটে তাড়া করছিল।
পিয়াল সেখান থেকে তমাকে নিরাপদ একটা জায়গায় নিয়ে এসে ছেড়ে দেয়। তমা সেখানেও অনিরাপদ বলার পর পিয়াল তাকে বাড়িতে দিয়ে আসতে চায়। কিন্তু তমা বাড়ি ফিরে যাবে না বলে আজ রাতটা পিয়ালের বাসায় কাটাতে চায়। পিয়াল রাজি হয় না।
কিন্তু তমা পিয়ালকে জোরাজুরি করে যেন তার বাসায় নিয়ে যায়। কিন্তু পিয়াল তমাকে থানায় নিয়ে যেতে চায়। যাতে করে নিজে যেন আবার কোনো বিপদে না পড়ে। কিন্তু তমা পিয়ালের সঙ্গেই যাবে, কোনো থানায় যাবে না। আর যদি পিয়াল থানায় নিয়ে যায়, তাহলে উল্টা থানায় বিচার দেবে তমা। এতে ভয় পায় পিয়াল। কী করবে খুঁজে পায় না উপায়। শেষমেষ উপায় বের করে সে। সেই গল্পটাই জানতে হলে দেখতে হবে নাটক জাহিদ-অহনা অভিনীত নাটক ‘সোজা আঙুলে ঘি ওঠে না।’
নাটকটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শৌর্য দীপ্ত সূর্য ও পরিচালনা করেছেন শাখাওয়াত হোসেন শওকত। এতে পিয়াল চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও তমা চরিত্রে অভিনয় করেছেন অহনা। এ ছাড়া আরও অভিনয় করেছেন আহসান কবির, মহিউদ্দিন লালু, আমিনুল ইসলাম তুহিন প্রমুখ।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই ঈদের সপ্তম দিন শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় নাটকটি প্রচার হবে আরটিভিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।