কালো পোশাকে উষ্ণতা ছড়ালেন জাহ্নবী

জাহ্নবী

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর কালো রঙের গাউন গায়ে জড়িয়ে ইন্সট্রাগ্রামে ছবি দিতে না দিতেই ওঠে আলোচনার ঝড়। এই ছবি আপলোড করার পর ইন্সট্রাগ্রামে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অনেকে মন্তব্য করেন।
জাহ্নবী
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ে একটি ইভেন্টে যাওয়ার সময় জাহ্নবী কাপুর কালো রঙের মনোটনি কালো গাউন গায়ে জড়িয়েছিলেন। এতেই যেন তাক লাগিয়ে দেন সবাইকে। তিনি প্রমাণ করেন, কালো পোশাক বেশ মানানসই।

এই দিন জাহ্নবী কালো জামার সঙ্গে উজ্জ্বল একটি সবুজ পান্নার নেকলেস গলায় দেন, যা তার সৌন্দর্যকে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলে। তাকে এই পোশাকের সঙ্গে আকর্ষণীয় একটি ব্রেসলেট হাতে দিতে দেখা যায়। তার মেকাপ, ঠোঁট, ঝলমল চোখ দেখলে যেন চোখ সরানো যায় না। তার চুলগুলো শক্ত করে একটি ব্যান্ড দিয়ে বাঁধা ছিল।

এরকম একটা ছবি ইন্সট্রাগ্রামে পোস্ট করার সঙ্গে সঙ্গে জাহ্নবী তার বন্ধু ও ভক্তদের কাছ থেকে হাজারো প্রশংসা কুড়াতে থাকেন। বেশ কয়েকজন তারকাও প্রশংসা করতে পিছপা হননি। তার মধ্যে রয়েছেন- সামান্তা, শানায়া কাপুর, সবিতা ঢুলিপালা। তারা তাদের ভালো লাগার কথা কমেন্ট সেকশনে প্রকাশ করেছেন। সামান্তা ফ্লেম ইমোজি দিলে, সবিতা তাকে সুন্দর বলেন।

বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর।

উল্লেখ্য, বলিউড তারকা জাহ্নবীকে ‘গুড লাক চেরি’ মুভিতে দেখা যাবে। ছবিটি ২৯ জুলাই ডিজনি এবং হটস্টার ওটটিতে মুক্তি পাবে।

আমি যা ইচ্ছে তাই করব : শাবনূর