বিনোদন ডেস্ক : তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তার সিনেমা মানেই অন্যরকম উন্মাদনা। দীর্ঘ দুই বছর পর ‘জেলার’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেন তিনি। নেলসন দিলীপ কুমার নির্মিত এ সিনেমা গত ১০ আগস্ট বিশ্বব্যাপী ২ হাজার ৯০০ পর্দায় মুক্তি পায়। মুক্তির আগে যে উত্তাপ ছড়িয়েছিল, মুক্তির পর তা আরো বেড়ে যায়।
২০০ কোটি রুপি বাজেটের ‘জেলার’ সিনেমা মুক্তির আগে আয় করে ১২০ কোটি রুপি (নন থিয়েট্রিকাল)। মুক্তির পর বক্স অফিসে এটি আয় করেছে ৬০০-৬৩৫ কোটি রুপি। সিনেমাটির সাফল্যের পর প্রযোজক রজনীকান্তকে বিলাসবহুল গাড়ি উপহার দেন। এবার সিনেমার ক্রু সদস্যদের স্বর্ণমুদ্রা উপহার দিলেন প্রযোজক কালানিথি মারান।
বক্স অফিস বিশ্লেষক মনোবালা বিজয়বালন এক টুইটে জানিয়েছেন, রবিবার (১০ সেপ্টেম্বর) ‘জেলার’ সিনেমার ৩ শতাধিক ক্রু সদস্যকে স্বর্ণমুদ্রা উপহার দিয়েছেন সিনেমাটির প্রযোজক কালানিথি মারান। সিনেমাটির সঙ্গে যুক্ত থাকার কারণে সবাইকে ধন্যবাদ জানান তিনি।
ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন— জ্যাকি শ্রফ, মোহনলাল, শিবা রাজকুমার, বসন্ত রবি, তামান্না ভাটিয়া, সুনীল প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।