সিলেটের জৈন্তাপুরে দরবস্ত বাজারে মানববন্ধন কর্মসুচি পালন

মানববন্ধন কর্মসুচি

সুয়েব রানা, সিলেট : সিলেট তামাবিল মহাসড়কের ফোর লাইন উন্নতিকরণ প্রকল্প কাজে বাজার এলাকার জনগুরুত্বপুর্ণ স্থাপনা অক্ষত রেখে রাস্তা নির্মাণের দাবী জানানো হয়েছে

মানববন্ধন কর্মসুচি

সিলেট তামাবিল-জাফলং মহাসড়কের ফোর লাইন উন্নতিকরণ প্রকল্প কাজে দরবস্ত বাজার এলাকার জনগুরুত্বপুর্ণ স্থাপনা অক্ষত রেখে এবং বিকল্প জায়গা অধিগ্রহন করার দাবী জানিয়ে স্থানীয় এলাকাবাসি আয়োজিত এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

মানববন্ধন কর্মসুচি’তে বক্তারা বলেন,সিলেট তামাবিল জাফলং মহাসড়কের দরবস্ত বাজার এলাকা জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কানাইঘাট এই তিন উপজেলার অতি জনগুরুত্বপুর্ণ একটি মিলন স্থল।

তিন উপজেলার কেন্দ্রস্থল হিসাবে উত্তর সিলেটের মধ্যে পরিচিত দরবস্ত সেন্ট্রাল এলাকা। এখানে বাজার এলাকায় ২ টি মসজিদ, শাহী ঈদগাহ, স্কুল ও খেলার মাঠ সহ অনেক সরকারী-বেসরকারী বহু স্থাপনা রয়েছে। এসব স্থাপনা অক্ষত রেখে এবং বিকল্প জায়গা অধিগ্রহন করে সিলেট-তামাবিল মহাসড়কের ফোর লেন উন্নতিকরণ প্রকল্পের নিমার্ণ কাজ বাস্তবায়ন করার দাবি জানানো হয়।

১৩ নভেম্বর-২০২৪ খ্রি: বুধবার দুপুর ২ টায় সিলেট তামাবিল জাফলং সড়কের দরবস্ত বাজারে এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীন, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার আমীর গোলাম কিবরিয়া,, প্রবীণ মুরব্বি মাস্টার এনায়েত উল্লাহ, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন লিটু, মাস্টার আতাউর রহমান,আব্দুল মালিক, জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ, দরবস্ত বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম, ইউপি সদস্য হাজী বশির উদ্দিন,আব্দুর রকিব, মুদছির আহমদ, দরবস্ত তরুন সংঘের সভাপতি নজরুল ইসলাম, ব্যবসায়ী নূরুল আমিন, নাছির উদ্দিন, হাফিজ জয়নাল আবেদীন ডালিম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিষেধাজ্ঞা কেন? আমি পালিয়ে যাইনি, বাসায়ই আছি : আইভী

মানববন্ধনে এলাকার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়, দরবস্ত আল মনসুর মাদ্রাসা ও পাকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ অত্র অঞ্চলের সবর্স্থরের জনগণ অংশ গ্রহন করেন।