জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা গুরুত্বপূর্ণ তিনটি পদে বিজয় অর্জন করেছেন। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম মোট ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে জয়ী হন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়ায় ৮৮০ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন মাত্র ২ হাজার ২০৩ ভোট। ফলে জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী ৩ হাজার ২৬৭ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হন।
অন্যদিকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও বিজয় ছিনিয়ে নিয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী মাসুদ রানা। তিনি পেয়েছেন ৫ হাজার ২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট।
এই ফলাফলের মাধ্যমে জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদগুলোতে শক্ত অবস্থান তৈরি করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


