জুমবাংলা ডেস্ক : জেলের জালে ধরা পড়ল বিশাল আকৃতির একটি বোয়াল মাছ। অতি বৃষ্টির কারণে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই দেখা দিয়েছে স্রোত। এর কারণে প্রায় প্রতিনিয়তই এখন রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মা নদীতে ধরা পড়ছে বড় আকৃতির বোয়াল, আইর, পাঙ্গাস ও বিভিন্ন প্রজাতির মাছ।
পদ্মার জেলেরা নৌকায় করে প্রতিদিন মাছ ধরেন, জেলেরা মাছ ধরে তা বাজারে বিত্রি করে তাদের প্রতিনিয়ত সংসার চালিয়ে থাকে, এবার
জেলেদের কপালে জোটল আস্ত বড় এক বোয়াল যা জেলেদের ভাগ্য বদলীয়ে দিতে পারে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে দৌলতদিয়া ৬ নং ফেরি ঘাটের অদূরে ওসমান নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বোয়াল মাছ। পরে
সকালে মাছটিকে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ৯৭৫ টাকা কেজি দরে প্রায় সাড়ে ১৭ হাজার টাকায় কিনেন। পরে তিনি সামান্য লাভে ১১০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করবেন করেন।
তিনি আরো বলেন, মাছ যত বড়ই হোক না কেন তা বিক্রি হয়ে যায়। মাছ বিক্রিতে তেমন কোন সমস্যা হয় না। তবে মাঝে মধ্যে একটু সময় লাগে। আমাদের দেশের বিভিন্ন স্থানের বড় বড় শিল্পপতি ও ব্যবসায়ীরা এসব বড় মাছ কিনে থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।