জুমবাংলা ডেস্ক :রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ৩৮ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে; যা বিক্রি হয়েছে ৫১ হাজার ৩০০ টাকায়।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদীতে জেলে আক্কাস হালদার নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান জানান।
তিনি আরও বলেন, পরে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ এক হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে এক হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করেন।
জেলে আক্কাস হালদারের বরাতে মৎস্য কর্মকর্তা বলেন, “শনিবার ভোরে আক্কাসসহ কয়েকজন জেলে পদ্মায় মাছ ধরতে যান। এক পর্যায়ে সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে জাল ফেলেন তারা। কিছুক্ষণ পর জাল তুলতে গিয়ে জোরে ঝাঁকুনি টের পান জেলেরা। জাল নৌকায় তুলতেই বিশাল আকৃতির বাঘাইড়ের দেখা মেলে। পরে মৎস্য আড়তে মেপে দেখা যায়, মাছটির ওজন ৩৮ কেজি। সেখান থেকেই স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বাঘাইড়টি কিনে নেন।
ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, সকাল ১০টার দিকে দৌলতদিয়া বাবু সরদারের আড়ত থেকে তিনি নিলামে মাছটি কিনে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
কালো হট ড্রেসে মুম্বাইয়ের অনুষ্ঠানে পাওলি দাম, তুমুল ভাইরাল ছবি
মৎস্য কর্মকর্তা শাহারিয়ার জামান বলেন, পদ্মায় মাঝে-মধ্যেই জেলের জালে বড় বড় বাঘাইড়, পাঙ্গাস, রুই, কালবাউশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। এসব মাছ নদীর তলদেশে বিচরণ করে; খাবারের সন্ধানে ওপরে এলে জেলেদের জালে আটকা পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।