আন্তর্জাতিক ডেস্ক : রূপনারায়ণ নদীতে মৎস্যজীবির জালে ধরা পড়ল ১৪কেজি ওজনের নড়ে ভোলা মাছ। মাছটিকে দেখার জন্য স্থানীয়দের ভিড় জমে যায়। জানা গেছে গাদিয়ারার একটি মাছের আড়তে ওই মাছটিকে বিক্রি করা হয়েছে। কত দামে বিক্রি হল জানেন?
ফের পোয়াবারো হাওড়ার এক মৎস্যজীবিরা। সকল সকাল জালে ধরা দিল এক দৈত্যাকার নড়ে ভোলা মাছ। রূপনারায়ণ থেকে সোমবার মাছটি স্থানীয় মৎস্যজীবি দিব্যেন্দু মণ্ডলের জালে ধরা পড়ে। মাছটি পাওয়ার পর আহ্লাদে আটখানা ওই মৎস্যজীবি। বাজারে মাছটির দাম উঠল দশ হাজার টাকার উপর।
স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগেই শ্যামপুরে রূপনারায়ণ নদীতে মৎস্যজীবির জালে ধরা পড়েছিল একটি বিশাল সাইজের ভেটকি মাছ। এবার রূপনারায়ণ নদীতে মৎস্যজীবির জালে ধরা পড়ল একটি ১৪কেজি ওজনের নড়ে ভোলা মাছ। জানা গিয়েছে, শ্যামপুরের বাসিন্দা মৎস্যজীবি দিব্যেন্দু মণ্ডল সোমবার ভোরে রূপনারায়ণ নদীতে মাছ ধরতে যান।
বেশ কিছুক্ষণ পর তাঁর জালে ধরা পড়ে বিশাল আকারের নড়ে ভোলা মাছ। মাছটি ধরতে পেরে খুশিতে ভরে ওঠেন ওই মৎস্যজীবি। মাছটিকে পাড়ে নিয়ে আসার পর এলাকায় লোক জড়ো হয়ে যায় মাছটিকে একবার চোখের দেখা দেখবার জন্য। রীতিমতো ভিড় জমে যায়। মাছটিকে পরে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন ওই মৎস্যজীবি। তিনি ঠিক করেন, গাদিয়ারার একটি মাছের আড়তে তিনি ওই মাছটিকে বিক্রি করে দেবেন।
মৎস্যজীবি গাদিয়ারার একটি মাছের আড়তে ৮০০ টাকা কেজি দরে মাছটিকে বিক্রি করে দেন। স্থানীয় মৎস্যজীবিদের মতে, বেশ কিছুদিন যাবত রূপনারায়ণ নদীতে ভালো সাইজের মাছ পড়ছে। তাঁরা জানান, এইভাবে বড় সাইজের মাছ পড়লে মৎস্যজীবিরা আর্থিকভাবে লাভবান হবেন। শেষ কয়েকদিনের একাধিক মৎস্যজীবী এরকম সাইজের নড়ে ভোলা, ভেটকি, তেলিয়া ভোলা মাছ সংগ্রহ করতে সক্ষম হচ্ছেন। এইরকম মাছ সংগ্রহ করতে পারলে আগামী দিনে মৎস্যজীবিরা আরও উৎসাহিত হবেন বলেই তাঁদের মত।
প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনার বেলপুকুর এলাকার রাঙাফলার জমাদার পাড়ার বাসিন্দা মাতিন জমাদারের জালে পরপর দুই দিন ধরা পড়ে ভোলা মাছ৷ প্রথমে ১৭ নভেম্বর ২৪ পিস দৈত্যকার ভোলা মাছ ওঠে। তারপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আবারও জালে পড়ে সেই ভোলাই৷ মাতিন জমাদার শুক্রবার ভোররাতে হুগলি নদীর নয়াচরের কাছে জাল পেতেছিলেন। দ্বিতীয়বার ৮৫ পিস দৈত্যাকার নড়ে ভোলা মাছ জালে ওঠে। যার প্রতিটির দৈর্ঘ্য পাঁচ ফুট। নৌকোয় মাতিন জমাদারের সঙ্গে আরও পাঁচজন ছিলেন বলে জানা গিয়েছে৷ এক একটি মাছের পটকার বাজারমূল্য প্রায় দু’লাখ বলে জানা গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।