বিনোদন ডেস্ক : দীর্ঘ আট বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। বরাবরের মতো এবারও তার সঙ্গী বর্ষা। তাদের অভিনীত ‘দিন দ্য ডে’ সিনেমাটি সারাদেশের ১১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
ঈদ উপলক্ষে আরও দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’, অন্যটি অনন্য মামুনের ‘সাইকো’।
এবারের ঈদে তিনটি সিনেমা মুক্তির পর থেকেই আলোচনা-সমালোচনার মুখে পড়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় আছে ‘দিন দ্য ডে’। এরপরই ‘পরাণ’, তারপর ‘সাইকো’।
বৃহস্পতিবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে অনন্ত জলিলকে উদ্দেশ্য করে নির্মাতা রায়হান রাফি লেখেন, ‘‘শ্রদ্ধেয় বড় ভাই, ছোট ভাইয়ের সিনেমার সাফল্যে এত জেলাসি ফিল করলে তো ‘চাপ দ্য প্রেশার’ বাড়বে। কুল ব্রো!’’
তিনি আরও লেখেন, ‘‘ভুঁইফোড় অখ্যাত অনলাইন পত্রিকার ভুয়া নিউজ শেয়ার না করে, আসেন ‘পরাণ’ দেখে পরাণটা ঠান্ডা করে যান। আপনাকে ‘পরাণ’ দেখার আমন্ত্রণ দিলাম। সবগুলো বাংলা ছবি দেখুন, জয় হক বাংলা চলচ্চিত্রের।’’
এর আগে অনন্ত জলিলের সেই পোস্টটির স্ক্রিনশট নিজের ওয়ালে শেয়ার করে চিত্রনায়িকা পরীমণি লিখেছেন, ‘লেইম! আপনার থেকে এ রকম ইমম্যাচিউর আচরণ আশা করা যায় না ভাইয়া! আমরা তো বড়দের কাছ থেকে শিখতে চাই। যাই হোক, আমি রাজকে নিয়ে ‘দিন দ্য ডে’ দেখব। শুভ কামনা বর্ষা আপু, অনন্ত জলিল ভাইয়া।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।