আন্তর্জাতিক ডেস্ক : মাঝেমধ্যেই সমুদ্রের নানা রকম বিচিত্র জীবের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। এ বার বিচিত্র দেখতে এক এশিয়ান কার্প মাছ ধরা পড়ল জালে। সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে কৌতূহল বাড়ছে— এমনও মাছ হয়?
যে এশিয়ান কার্পটিকে ঘিরে সমাজমাধ্যমে এত চর্চা হচ্ছে, সেটির দু’টি মুখ, চারটি চোখ। আর এখানেই কৌতূহলের কারণ। মাছটি এমন বিচিত্র কেন, তা নিয়েও নানা মত ঘুরছে। কিছু অংশ দাবি করেছেন, যে জলাশয় থেকে মাছটি ধরা হয়েছে, সেটি দূষিত হওয়ার কারণে মাছের এই দশা। আবার অন্য একটি অংশের দাবি, এটি মাছের শারীরিক বিকৃতি।
Holy Mother of Carp pic.twitter.com/iTwu6wfJn2
— OddIy Terrifying (@closecalls7) September 17, 2022
মৎস্য বিজ্ঞানীরা অবশ্য দূষণের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তাঁদের দাবি, যে জলাশয় থেকে মাছটি ধরা হয়েছে, সেটি যদি দূষিতই হত, তা হলে মাছটি বেঁচে থাকত না। এ ক্ষেত্রে তা হয়নি। তা হলে?
পোষ্য কুকুরের সাথে লুকোচুরি খেলছে ছোট্ট এই মেয়েটি, তুমুল ভাইরাল ভিডিও
বিজ্ঞানীদের দাবি, শারীরিক বিকৃতির কারণেই এমনটা হয়েছে। গত জুনেই রাশিয়ায় এক মৎস্যজীবীর জালে ‘ড্রাগনের’ মতো দেখতে একটি বিচিত্র মাছ ধরা পড়েছিল। সেই মাছের ছবি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শোরগোল পড়ে যায়। যদিও পরে জানা যায় যে, কদাকার দেখতে যে প্রাণীটি ধরা পড়েছিল, আসলে সেটি রোমান ফেডোরস্টভ মাছ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।