জুমবাংলা ডেস্ক : ৩২ বছর পর রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানায় প্রথম বারের মতো জলনুপুর নামে একটি জলহস্তি বাচ্চা প্রসব করেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ মনে করেন জলহস্তি মা হওয়ার পর দশন্তীর সংখ্যা বেড়ে যাবে। আজ বৃহস্পতিবার সকালে জলনুপুরটি বাচ্চা প্রসব করে জলহস্তি। বাচ্চা হওয়ার পর উৎসব জনতা সেখানে ভিড় করেন দেখবার জন্য।
কর্তৃপক্ষ মনে করেন বড় প্রসারে আরো কয়েকটি জলহস্তী রাখা গেলে এই চিড়িয়াখানা আরো উন্নতি লাভ করবেন।
রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানা সূত্র জানায়, ১৯৮৯-১৯৯০ সালে রংপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠার পর একটি পুরুষ জলহস্তি ছিলো। সে জলহস্তি মারা গেলে একটি নারী জলহস্তি আনা হয়। পরে ২০২১ সালে আরো একটি পুরুষ জলহস্তি যোগ হয় চিড়িয়াখানা উদ্যান পার্কে। এরপর নারী জলহস্তি বাচ্চা প্রসব করে।
রংপুর চিড়িয়াখানায় দেখতে আসা আরজু মিয়া জানান, জলহস্তির বাচ্চা দেখে খুবই ভালো লাগছে। এই প্রথম আমার জীবনে একটি জলহস্তির ছোট বাচ্চা দেখলাম। এখানে আসা এখন সার্থক মনে হচ্ছে। অনেক ভালো লাগছে আনন্দ লাগছে।
চিড়িয়াখানা দেখতে আসা আর এক দর্শনার্থী নুরুল ইসলাম রবিন যেখানে ঢুকা মাত্রই দেখলাম এই প্রাণীটি বাচ্চা প্রসব হচ্ছে। দেখে অনেক আনন্দ এবং ভালো লাগছে। এই প্রথম দেখলাম জল হস্থির বাচ্চা হতে। তবে যত্ন সহকারে রাখবার জন্য দাবী জানাচ্ছি। এত আনন্দ লাগছে যা বলে প্রকাশ করা যাচ্ছে না।
রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানায় জ্যু অফিসার এইচ এম শাহাদাত জানান, যখন বুঝতে পারলাম জলনুপুরের পেটে বাচ্চা এসেছে তখন থেকে তাকে বিশেষ পরিচর্চা শুরু করি। আট মাস প্রতীক্ষার পর সকালে জলহস্তিটি বাচ্চা প্রসব করে। বাচ্চার ওজন ২৯-৩০ কেজি হবে মনে হচ্ছে। বাচ্চা সুস্থ রয়েছে। অনেক পরিচরায় রেখেছি যাতে করে বাচ্চার সমস্যা না হয়। তবে অনেক ভালো লাগছে যে একটি বাচ্চা প্রসব হয়েছে জলহস্তি।
রংপুর চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আমবার আলী তালুকদার জানান, জলহস্তির পেটে বাচ্চা আসার পর থেকেই সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিলাম আমরা। নিরাপদে বাচ্চা প্রসবের জন্য ইতোমধ্যে পুরুষ জলহস্তিকে আলাদা আবাসস্থলে নেওয়া হয়েছে। অনুকূল পরিবেশের কারণে চিড়িয়ানার সব বন্যপ্রাণী ও পাখিগুলো সুস্থ রয়েছে। বংশ বৃদ্ধির মাধ্যমে ধীরে ধীরে রংপুর চিড়িয়াখানা বন্যপ্রাণীর একটি সংরক্ষণ কেন্দ্রে পরিণত হচ্ছে। তবে আস্তে আস্তে রংপুর চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এ পর্যন্ত ৩২ প্রজাতির প্রাণীর রয়েছে রংপুর বিনোদন উদ্যান চিড়িয়াখানায়।
তিনি আরো বলেন, ২৬৯টি প্রাণী আছে রংপুর চিড়িয়াখানায়। দীর্ঘ ৬ মাসেও বাঘ আসেনি এর উত্তরে তিনি জানান অতি দ্রুত বাঘ দুটো নিয়ে আসা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।