বিনোদন ডেস্ক : ঢাকার ট্রাফিক জ্যামের কারণে বিরক্ত নগরবাসী। রাস্তায় নামলে যেন সহসাই পথ ফুরোচ্ছে না। সব পেশার মানুষ রাস্তায় নেমেই হয়ে ওঠেন একই পথের যাত্রী। এরপর বিরক্তির শুরু।
এই জ্যামে বসে অনেকেরই মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করে বলে নানা সময়ে সামাজিক মাধ্যমগুলোতে এমন অভিমত প্রকাশ করে থাকেন অনেকেই।
তবে এবার আরিফিন শুভকেও দেখা গেল জ্যামে বসে কেমন বিরক্ত হয়েছেন। এই অভিনেতা এতটাই বিরক্ত যে তিনি জ্যামে রীতিমতো প্যারোডি গান গাওয়া শুরু করে দিয়েছেন। জ্যাম নিয়ে প্যারোডি গাইতে গাইতে শুভর চোখে-মুখে স্পষ্ট ফুটে ওঠে জ্যামের প্রতিক্রিয়া।
জ্যাম নিয়ে কী গান গাইছিলেন আরিফিন শুভ? একটি প্রাইভেট গাড়িতে আরিফিন শুভ বসেছিওলেন চালকের আসনে। একই স্থানে ৪০ মিনিট ধরে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যান অভিনেতা। এরপর ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’ গানটিকে প্যারোডি করে গাইতে শুরু করেন। গানের কথাগুলো ছিল এমন―’এই জ্যাম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। ‘ গানের মাঝখানে বলেন ৪০ মিনিট ধরে। আবার বলেন, ‘এই জ্যাম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, এই জ্যাম তুমি আমাকে কেন দিলে…’
এর একটি ভিডিও আরিফিন শুভ নিজের ফেসবুকে পোস্ট করেন। ভক্তরা সেখানে প্রতিক্রিয়া জানাচ্ছেন।
এক ভক্ত মন্তব্য লিখেছেন, ‘শেষের রাগটুকু অসাধারণ ছিলে। আপনার জন্য খুব কষ্ট হচ্ছে। কোনো ব্যাপার না, আমরা এর থেকে বেশি সময় পড়ে থাকি। ‘
ঢাকায় জ্যাম এখন নিয়মিত ঘটনা বলেই মন্তব্য করছেন ভক্তরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট চলতি বছরের রমজানের প্রথম দিন, গত ৩ এপ্রিল ঢাকার মূল সড়কগুলোতে গাড়ির গতির ওপর এক গবেষণা চালিয়েছে। যাতে দেখা গেছে, সেদিন ঢাকায় গাড়ির গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৪.৮ কিলোমিটার।
তাহলে চিন্তা করুন, এক ঘণ্টায় এই শহরে কত দূরে যাওয়া যায়? অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক গণপরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান বলছেন, হাঁটার গতির চেয়েও এই গতি কম।
২০১৭ সালে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান যিপজেটের করা এক গবেষণায় দেখা গেছে, এশিয়ার শহরগুলোর মধ্যে ঢাকাতে বাস করা সবচেয়ে স্ট্রেসফুল বা মানসিক চাপের ব্যাপার। এর একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল ঢাকার যানজট।
বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ড. কাজী সাইফুদ্দিন বেননুর বলেন, ঢাকার যানজট বেশ কিছু স্বাস্থ্য সমস্যার কারণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।