জামা খুলে তুমুল ড্যান্স, প্রতিযোগীর কাণ্ডে হতবাক অমিতাভ

জামা খুলে তুমুল ড্যান্স

বিনোদন ডেস্ক : কৌন বনেগা ক্রড়োরপতির সেটে অনেক ধরনের ঘটনাই ঘটে থাকে। বিশেষ করে সুপারস্টার অমিতাভকে চোখের সামনে দেখার আনন্দে যেন উৎফুল্ল হয়ে পড়েন সবাই। কেউ তো আবার আনন্দে কেঁদেও ফেলেন। তবে এই প্রতিযোগী যা করলেন… আনন্দে নিজের জামাই খুলে ফেললেন। সনির তরফ থেকে সেই প্রোমো সম্প্রতি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জামা খুলে তুমুল ড্যান্স

দেখা যাচ্ছে ওই প্রতিযোগী অমিতাভের খুব বড় ভক্ত। অমিতাভের মুখোমুখি হওয়াই ছিল তার জীবনের স্বপ্ন। নাম বিজয় গুপ্তা। ফাস্টেস্ট ফিঙ্গার রাউন্ড জিতে নেওয়ার পর আনন্দে আটখানা হয়ে স্টেজে উঠে চারপাশে গোল করে ঘুরতে থাকেন। আর ভিকট্রি ডান্স করার সময় গায়ের থেকে খুলে ফেলেন জামা। যা দেখে বেশ হতবাকই হয়ে যান অমিতাভ। বলে ওঠেন, ‘ঠিক আছে স্যার একদম ঠিক আছে।’

সাদা সিকুইন শাড়িতে বোল্ড লুকে ঝড় তুললো জাহ্নবী

সনির এই প্রোমো মারাত্মক ভাইরাল। হাসি থামাতেই পারছে না দর্শক। ওই ব্যক্তির নাম ঘোষণা করার পরেই জামার বোতাম খুলতে থাকেন। স্টেজে উঠে গোল গোল ঘোরেন। খুলে ফেলা শার্ট ছুঁড়ে দেন দর্শকদের দিকে। গিয়ে বউকে জড়িয়ে ধরেন। শেষমেশ অমিতাভই ডেকে ডেকে নিয়ে আসেন স্টেজে। এটাও বলেন, ‘তাড়াতাড়ি পরে ফেলুন শার্টটা। আমার ভয় লাগছে অন্য পোশাকও না এবার খুলে যায়।’

সূত্র: হিন্দুস্তান টাইমস