জুমবাংলা ডেস্ক : ডা. শফিকুর রহমান হলেন বাংলাদেশি একজন রাজনীতিবিদ, চিকিৎসক ও বাংলাদেশ জামায়াতে ইসলামের বর্তমান আমির।
বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি বেশ ভাইরাল। যেখানে তাকে দেখা যাচ্ছে ছাত্রের বেশে ছাত্রদের সাথে শ্রেনিকক্ষে বসে ক্লাস করছেন।
গত ২৬শে জানুয়ারী একটা প্রোগ্রাম শেষ করে স্কুল পরিদর্শন করেন ডা. শফিকুর রহমান। এবং সেখানে গিয়ে শুধু দেখেন নি ছাত্র দের সাথে বসে ক্লাস করেন, ছাত্র সেজে বসে পড়েছেন ক্লাসে। শিক্ষক ক্লাস নিচ্ছেন তিনি ও দেখলেন কেমন ক্লাস হয়।
তার এমন আচরণ প্রশংসা কুড়িয়েছে অনেক। ভাইরাল এই ছবির কমেন্টবক্সেই দেখা গেছে ইতিবাচক অসংখ্য মন্তব্য।
প্রসজ্ঞত, ডা. শফিকুর রহমান ২০১৯ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির নির্বাচিত হয়ে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। একই বছর তিনি ২০২৩-২০২৫ কার্যকালের জন্য পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির নির্বাচিত হন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।