জুমবাংলা ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে এক ফোনালাপে তিনি ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
দলের যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তায় বলা হয়, নাহিদ ইসলাম শনিবার রাত ১১টার দিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
প্রসঙ্গত, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। দুইবার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান তিনি। তিনি অসুস্থ হয়ে পড়লে জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন। এ সময় তিনি মঞ্চে বসেই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।