জুমবাংলা ডেস্ক : জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মহান আল্লাহর ইচ্ছা ও দেশের মানুষের সমর্থন-সহযোগিতায় যদি দেশের সেবা করার দায়িত্ব জামায়াতের ওপর আসে, তাহলে ইনশাআল্লাহ প্রতিশোধ ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটানো হবে।
এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য প্রিয় জনগণকে সঙ্গে নিয়ে আমাদের সর্বোচ্চটা উজাড় করে চেষ্টা করব। পাশাপাশি আমরা চাই সমাজ হোক দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত, অপরাধমুক্ত ও কল্যাণধর্মী। হোক মানবিক একটি সমাজ।”
তিনি আরও বলেন, “সেই মানবিক সমাজ নির্মাণে আমরা দেশবাসীর সাহচর্য, বন্ধুত্ব, ভালোবাসা, সমর্থন ও দোয়া কামনা করি। আল্লাহ তায়ালা যেন আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন, এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিরাপদ রাখেন। সবাই যেন একত্রিত হয়ে একটি সোনালি সমাজ গড়ে তুলতে পারি।”
ডা. শফিকুর রহমান আরও স্বীকার করেন, অতীতে দায়িত্ব পালনে তাদের সীমাবদ্ধতা ছিল। তিনি বলেন, “আমরা আমাদের পূর্ণ কর্তব্য পালন করতে পারিনি। কখনো আমাদের করতে দেওয়া হয়নি, আবার এখনো অনেক সীমাবদ্ধতা আমাদের সামনে রয়েছে। তবে আমরা আশাবাদী, জনগণের ভালোবাসা ও আল্লাহর সাহায্যে ভবিষ্যতে দায়িত্ব পেলে আমরা যথাসাধ্য চেষ্টা করব।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।