জামাইয়ের সঙ্গে সম্পর্কের অভিযোগ, পিটুনিতে প্রাণ গেল শাশুড়ির

শাশুড়ির সঙ্গে সম্পর্ক

আন্তর্জাতিক ডেস্ক : জামাইয়ের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক রাখার অভিযোগে বাঁশ দিয়ে পিটিয়ে মেরে ফেলা হল এক মহিলাকে। গণপিটুনিতে গুরুতর জখম হয়েছেন তার জামাইও। তিনি আপাতত ভারতের মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন, তার অবস্থাও আশঙ্কাজনক।

শাশুড়ির সঙ্গে সম্পর্ক

গত সোমবার (১৮ জুলাই) ভারতের মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সর্বাঙ্গপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহিলার নাম নুরসেফা বিবি। তার জামাইয়ের নাম মফিজুল মণ্ডল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই আমরা শুনে আসছি যে জামাই-শাশুড়ি দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার রাতে তাদের একটি ঘরে দেখতে পেয়ে তাদের উপর বাঁশ, লাঠি নিয়ে চড়াও হন নুরসেফা এবং মফিজুলের আত্মীয়রা।

বলিউড মাফিয়ারা আমাকে টার্গেট করেছে, আমি আত্মহত্যা করব না : তনুশ্রী

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বেধড়ক পেটানোর ফলে ঘটনাস্থলেই মারা যান নুরসেফা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মফিজুলকে। প্রথমে তাকে গ্রামের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে। এই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। বাকিরা পলাতক বলে জানিয়েছেন পুলিশ।