জুমবাংলা ডেস্ক : প্রতিবছরের মতো এবারও জয়পুরহাটে বসেছে জামাইদের নিয়ে ঐতিহ্যবাহী মাছের মেলা। কালাই উপজেলার পাঁচশিরা বাজারে পঞ্জিকা মতে পহেলা অগ্রহায়ণ এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় ৩ থেকে ১৫ কেজির কাতলা, রুই, মৃগেল, জি-থ্রি রুই, বিগহেড, পাঙ্গাস, সিলভারকার্প মাছ দেখা গেছ । এছাড়া সুন্দর করে সাজানো রয়েছে গ্রাসকার্প, কার্ফু, কালবাউশসহ হরেক রকমের মাছ। চলছে হাঁকডাক ও দরদাম। আকার অনুযায়ী প্রতি কেজি মাছ ২শ থেকে ১২শ টাকা কেজি বিক্রি হচ্ছে। ক্রেতারাও ব্যাপক উৎসাহের সঙ্গে কিনছেন ঐসব মাছ। আবার অনেকে দেখতে এসেছেন।
এ মেলাকে ঘিরে কালাই পৌরসভাসহ উপজেলার মাত্রাই, উদয়পুর, জিন্দারপুর, পুনট ও আহম্মেদাবাদ ইউনিয়নের প্রায় ৬০টি গ্রাম-মহল্লা থেকে লোকজন মেলায় আসেন। এমকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতশত মানুষ এই মাছের মেলা দেখতে আসেন। এলাকার প্রতিটি বাড়িতেই মেয়ে-জামাইসহ আত্মীয়-স্বজনদের আগে থেকেই নিমন্ত্রণ করা হয়। নবান্ন উৎসবকে ঘিরে ঘরে ঘরে নতুন চালের ক্ষীর, পিঠা, পুলি,পায়েস আর ফিরনি দিয়ে মেহমানদের আপ্যায়ন করতে ধুম পড়ে যায়। পরিবারের সবাইকে নিয়ে তারা নতুন ধানের চালে নবান্ন উৎসব করেন।
রোজিনা বেগম বলেন, স্বামীকে নিয়ে মাছের মেলায় ঘুরতে এসেছি। মেলাটির নাম আগে থেকে জানি, কিন্তু আসা হয়না। মেলায় এসে বড় বড় মাছ দেখছি। অনেক ভালো লাগছে।
মেলায় মাছ কিনতে আসা জিয়াদুল নামে এক জামাই বলেন, অন্য বছরের চাইতে এবার মাছের দাম অনেক বেশী। তবে মেলা থেকে ১৫ কেজি ওজনের একটি কাতল মাছ কিনে নিয়ে শশুর বাড়ি যাচ্ছি।
মাছ বিক্রেতা আব্দুল লতিফ বলেন, মেলায় ছোট-বড় মিলে অর্ধশতাধিক মাছের দোকান বসেছে। এই মাছের মেলাতে বড় পুকুর, দিঘি ও নদী থেকে নানান জাতের বড় বড় মাছ সংগ্রহ করা হয়েছে। কাতল, রুই, মৃগেল, বিগহেড, পাঙ্গাস, সিলভার, ব্ল্যাক কার্প মাছ বিক্রি হচ্ছে। রুই ও কাতল মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ১২০০ টাকা কেজি দরে। মৃগেল, ব্ল্যাককার্প মাছ ওজনভেদে ৫৫০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও ১৫ কেজি ওজনের জি-থ্রি রুই মাছ ১৩০০ টাকা কেজি দরে দাম চাওয়া হচ্ছে।
কালাই পৌর পাঁচশিরা বাজার ইজারাদার গোলাম আজম বলেন, প্রতিবছর এই দিনে মাছের মেলা বসে। এই মাছের মেলায় শতাধিক দোকান মাছের পসরা সাজিয়ে বসেছে। তবে মাছ ব্যবসায়ীরা মেলার আগে এক সপ্তাহ ধরে এলাকায় মাইকে প্রচার করেন। এই দিনে মেলায় প্রচুর মাছ আমদানি এবং বিক্রি হয়।
কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার আলী বলেন, এ মেলার প্রধান আকর্ষণ বড় বড় মাছ। বড় মাছ ব্যবসায়ী ও মাছ চাষিরা বিভিন্ন এলাকা থেকে সপ্তাহখানেক ধরে বড় বড় মাছ সংগ্রহ করে এবং মেলায় বিক্রি করেন। এই মেলায় কেউ যেনো বিষযুক্ত মাছ বিক্রি করতে না পারে সেদিকে আমাদের কঠোর নজরদারি রয়েছে।
কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা বলেন, নবান্ন উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরই কালাই পাঁচশিরা বাজারে মাছের মেলা বসে। এই মাছের মেলাকে কেন্দ্র করে এখানে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। সাংস্কৃতিক ঐতিহ্য হওয়ায় নবান্নের এই মেলায় মাছ কেনাকাটা করতে আসেন সব সম্প্রদায়ের মানুষেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।