স্পোর্টস ডেস্ক : চলমান ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের হোম ম্যাচে আজ সফরকারী ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় দুদলের ম্যাচটি বিকাল সাড়ে ৩টায় শুরু হবে। গত অ্যাওয়ে ম্যাচে কুয়েতের মাঠে ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচের হতাশা ভুলে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে চান জামালরা। আজ স্বাধীনতা দিবসের দিনটি আনন্দ-উৎসবে রাঙাতে চান তারা।
বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেছেন, বসুন্ধরা কিংস অ্যারেনায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আবারও খেলতে নামছে বাংলাদেশ। এই ভেন্যুতে অপরাজিত দল স্বাগতিকরা। মাঠে অনেক মানুষ সমর্থন জানাবে। তাই সব কিছু ইতিবাচক হিসেবে নিচ্ছে দল।
আশা করা হচ্ছে, ভালো করবে দল। গত নভেম্বরে বসুন্ধরা কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছেন লাল-সবুজের জার্সিধারীরা। এই ম্যাচটি দলকে আত্মবিশ্বাসী করে তুলছে। ঘরের মাঠে ম্যাচ হলেও ফিলিস্তিনের বিপক্ষে খেলাটা অতটা সহজ হবে না। কাবরেরাও মনে করেন, শারীরিক ও মানসিকভাবে এগিয়ে ফিলিস্তিনিরা। তাদের বিপক্ষে ভালো করতে হলে সেরা ফুটবল খেলতে হবে। গত ম্যাচ খেলে দল অনেক কিছুই শিখেছে।
এদিকে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আগামীকাল (আজ) আমাদের জন্য একটি বড় দিন। গত ম্যাচটি আমাদের জন্য ছিল হতাশার। গত ম্যাচে কী হয়েছে না হয়েছে- এ নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। যা ঘটেছে, তা আমরা ভুলে যেতে চাই। আমাদের সব মনোযোগ এ ম্যাচের দিকে।’ গত ম্যাচ ভুলে সামনের ম্যাচে ভালো কিছু করে দেখাতে চায় বাংলাদেশ।
জামাল জানালেন, সামনের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত ম্যাচে প্রথমার্ধের পর ১০ মিনিটেই ভেঙে পড়ে বাংলাদেশ। এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন জামালরা। কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, সেই চেষ্টা করবেন তারা। অপরদিকে বাংলাদেশের বিপক্ষে আরও একটি জয় তুলে নিতে ঢাকায় এসেছে ফিলিস্তিন দল। জয়ের ছন্দে থাকা দলটি বাংলাদেশের চেয়ে এগিয়ে। তবে বাংলাদেশের মাঠে নিজেদের সেরা খেলাটা প্রদর্শন করতে গিয়ে বিপাকে পড়তে পারে যুদ্ধবিধ্বস্ত দলটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।