জামালপুরে ইউপি চেয়ারম্যানসহ ৯ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার

jamalpur

জুমবাংলা ডেস্ক : জামালপুরে ইউপি চেয়ারম্যানসহ ৯ জন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক জানান, গোয়েন্দা ও থানা পুলিশের অভিযানে জুলাই-আগষ্টে নাশতকার অভিযোগে গতরাতে ৫ জন ছাত্রলীগ নেতাকর্মী ও বিগত সরকারের সময় নাশকতার সাথে জড়িত থাকায় সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলসহ ৪ জন আওয়ামী লীগের নেতাকর্মীকের গ্রেফতার করা হয়েছে।

jamalpur

গ্রেফতারকৃতরা হলো- জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয়, আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিফাত, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পিয়াস হাসান নীল, আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সিয়াম এবং আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, রফিকুল ইসলাম, রুবেল, মিনাল। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে, আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।

দিনব্যাপী অভিযানে কামরাঙ্গীরচরে পাঁচ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন