বাংলাদেশে ভারতের হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পক্ষের সঙ্গে বৈঠক করে থাকেন—জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগকেও সেই স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

শুক্রবার (১৬ জানুয়ারি) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গত ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, গত বছর তার বাইপাস সার্জারির পর ভারতের এক কূটনীতিকের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। ওই কূটনীতিক বৈঠকটির বিষয়টি গোপন রাখতে অনুরোধ করেছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে শুক্রবারের ব্রিফিংয়ে এক সাংবাদিক রণধীর জয়সোয়ালের কাছে জানতে চান, বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমিরের ওই বক্তব্য নিয়ে ভারতের অবস্থান কী। সাংবাদিক প্রশ্নে বলেন, ওই সাক্ষাৎকারে জামায়াত আমির দাবি করেছেন, ভারতের দুইজন কূটনীতিক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ভারত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে।
এ প্রেক্ষাপটে সাংবাদিক জানতে চান, তাহলে কি ভারত জামায়াতে ইসলামীর সঙ্গেও যোগাযোগ করছে?
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অংশ হিসেবে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বিভিন্ন মহলের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন। তিনি বলেন, যাদের সঙ্গে যোগাযোগের কথা উল্লেখ করা হয়েছে, সেটিও সেই সাধারণ কূটনৈতিক কার্যক্রমের আলোকে দেখা উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


