বিশেষ প্রতিনিধি : রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ঘিরে সম্ভাব্য জোট পরিবর্তনের খবর। অসমর্থিত সূত্রে জানা গেছে, জামায়াতের নেতৃত্বাধীন একটি জোটের সঙ্গে নাগরিক ঐক্যের যোগাযোগ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী দুই-এক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

সূত্রগুলো জানায়, সম্ভাব্য এই জোটের মূল ভিত্তি হচ্ছে আসন সমঝোতা। বর্তমানে মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ ও ঢাকা-১৮—এই দুই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বগুড়া-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন অধ্যক্ষ শাহাদাতুজ্জামান এবং ঢাকা-১৮ আসনে জামায়াতের জোটসঙ্গী এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম আদীব। এই দুই আসনের যেকোনো একটিতে সমঝোতার ভিত্তিতে নাগরিক ঐক্য ও জামায়াতের মধ্যে সমঝোতা হতে পারে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত বুধবার (২১ জানুয়ারি) বিএনপির নেতৃত্বাধীন জোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় নাগরিক ঐক্য। একই সঙ্গে দলটি ১১টি আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথাও জানায়। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনার পরও আসন সমঝোতা নিয়ে ছাড় না পাওয়ায় বিএনপির সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় দলটি।
বিশেষ করে বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি নিজে প্রার্থী থাকা সত্ত্বেও বিএনপি ধানের শীষ প্রতীকে শাহ আলমকে মনোনয়ন দেয় এবং শেষ পর্যন্ত তা প্রত্যাহার না করায় জোটে টানাপোড়েন চরমে পৌঁছে। এ নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান না হওয়ায় মান্না শেষ পর্যন্ত ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে মাহমুদুর রহমান মান্না ‘একলা চলো’ নীতিতে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন। ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, তিনি ঢাকা-১৮ ও বগুড়া-২—উভয় আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাশাপাশি আরও ১০টি আসনে নাগরিক ঐক্যের প্রার্থিতা ঘোষণা করা হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি জামায়াতের জোটে নাগরিক ঐক্যের অন্তর্ভুক্তির বিষয়টি চূড়ান্ত হয়, তবে তা আসন্ন নির্বাচনের সমীকরণে একটি বড় পরিবর্তন আনবে। বিশেষ করে বগুড়া ও ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলোতে ভোটের অঙ্ক নতুন করে হিসাব করতে হবে রাজনৈতিক দলগুলোকে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সব মিলিয়ে এখন রাজনৈতিক অঙ্গনের দৃষ্টি একটাই প্রশ্নে— মান্নার নাগরিক ঐক্য কি সত্যিই জামায়াত জোটে যাচ্ছে? উত্তর মিলতে পারে খুব শিগগিরই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


