জুমবাংলা ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি ও ফ্যাসিবাদীর সহযোগী দলের মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না। বরং যারা গণতান্ত্রিক ধারায় আছে, তারা পরিশুদ্ধ হবে এবং এগিয়ে যেতে পারবে। মেরুকরণ যাই হোক, জনগণ এটিকে অনুমোদন করবে। তারা যেভাবে অনুমোদন করবে সেটাই হবে গণতান্ত্রিক।’
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘রাজনৈতিক মেরুকরণে জাতীয়তাবাদের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে যার যার অবস্থান থেকে আগামী নির্বাচনকে মোকাবিলা করতে চায়। একটি স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল হিসেবে যারা সিল মারা, যারা ৭১-এ পাকিস্তানের পক্ষ নিয়েছিল এমন একটি দল। আরেকটি রাজনৈতিক দল, যারা গত ১৬ বছরে বারবার শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য শুধু নির্বাচনে অংশগ্রহণই করেনি, মার খেয়ে রক্তাক্ত হওয়ার নাটকও আমরা দেখেছি।’
বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা আরও বলেন, ‘গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় বিএনপির মতো একটি রাজনৈতিক দল ১৭ বছর ধরে লড়াই করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা দেশটাকে গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে চাই। আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে চাই।’
নরওয়ে ফুটবলে প্রথমবারের মতো ভিএআর প্রযুক্তি বাতিলের সিদ্ধান্ত
সভায় বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।