৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮ রাজনৈতিক দলের কর্মসূচিতে সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে এই সংহতি জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

অনুষ্ঠানে জামায়াতসহ ৮ রাজনৈতিক দলের মাঠে থাকার কথা উল্লেখ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কড়া সমালোচনা করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এনসিপির এক হাসনাত আবদুল্লাই যথেষ্ট। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গেছে। এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে। দেশবাসীর এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
এর আগে বুধবার এক সংবাদ সম্মেলনে ৫ দফা দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দেয় জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দল। বুধবার (১২ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ষষ্ঠ ধাপে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা রুখতে সর্বস্তরের জনশক্তিসহ ৮ দলের নেতৃবৃন্দ দেশব্যাপী রাজপথে অবস্থান করবে। পরদিন শুক্রবার (১৪ নভেম্বর) ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।
হেবা দলিলের সরকার নির্ধারিত রেজিস্ট্রি খরচ কত? কে কাকে হেবা দলিল করতে পারবে
তবে এর আগে যদি দাবিগুলো মেনে নেয়া না হয়, তাহলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



