প্রথম পেসার হিসেবে অ্যান্ডারসনের ৬৫০ উইকেটের মাইলফলক

জেমস এন্ডারসন

স্পোর্টস ডেস্ক: টেস্ট ইতিহাসের প্রথম পেসার হিসেবে ৬৫০ উইকেট শিকারের কীর্তি স্থাপন করলেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ট্রেন্টব্রিজে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তিনি এই মাইলফলকে পৌঁছেছেন।

ইংল্যান্ডের চেয়ে ১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা কিউইদের প্রথম ওভারেই ধাক্কা দেন অ্যান্ডারসন। ওভারের পঞ্চম বলে টম ল্যাথামকে বোল্ড করে দেন তিনি।
জেমস এন্ডারসন
আর এর মধ্যদিয়েই টেস্ট ক্রিকেটে ৬৫০ উইকেট হয়ে গেছে এই অভিজ্ঞ পেসারের।

টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় অ্যান্ডারসনের সামনে আছেন কেবল দুই স্পিনার- মুত্তিয়া মুরালিধরন ও প্রয়াত অজি কিংবদন্তি শেন ওয়ার্ন। ১৩৩ টেস্টে ৮০০ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন লঙ্কান কিংবদন্তি মুরালি। আর ১৪৫ টেস্টে ওয়ার্নের শিকার ৭০৮ উইকেট। ৬১৯ উইকেট নিয়ে চারে আছেন সাবেক ভারতীয় স্পিনার অনিল কুম্বলে।

পেসারদের মধ্যে অ্যান্ডারসনের পরেই আছেন সাবেক অজি তারকা গ্লেন ম্যাকগ্রা। ১২৪ টেস্টে ম্যাকগ্রার শিকার ৫৬৩ উইকেট। আরেক ইংলিশ তারকা স্টুয়ার্ট ব্রড ৫৪৩ উইকেট নিয়েে এখনো খেলছেন।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪৩ হাজার ৫০ কোটি রুপিতে আইপিএল সম্প্রচার স্বত্ব পেল সনি