বিনোদন ডেস্ক : মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। বিশ্ব প্রগতির দিকে এগিয়ে চলেছে ক্রমশ। কিন্তু মহিলারা কি আদৌ নিরাপদ? এই প্রশ্ন বার বার ওঠে। জনি লিভারের কন্যা জেমি লিভার তাঁর শৈশবের অভিজ্ঞতা জানাতেই আরও এক বার সেই প্রশ্নই উঠে এল। জেমি জানিয়েছেন, মহিলাদের মনের উপর গভীর ক্ষত তৈরি করে যেতে পারে পুরুষেরা।
জেমি জানিয়েছেন, শৈশবে তাঁকে আপত্তিকর ভাবে স্পর্শ করা হয়েছিল। সেই স্মৃতি আজও তাঁকে তাড়া করে বেড়ায়। জেমি বলেছেন, “পুরুষেরা খুব সাধারণ ভাবেই এমন সব কাজ করেন, যা মহিলাদের মনে গভীর আঘাত তৈরি করে। শৈশবে স্কুলের বাসে যাতায়াত করতাম। সেই বাসের কনডাক্টর বাচ্চাদের সঙ্গে আপত্তিকর আচরণ করতেন। খারাপ ভাবে স্পর্শ করতেন সকলে। আমার সঙ্গেও প্রায় ঘটতে চলেছিল এমন কিছু।”
জেমি আরও বলেন, “শিশুরা তো বুঝতেই পারে না, তাদের সঙ্গে ঠিক কী ঘটছে। আমি বুঝেই উঠতে পারিনি তখন আমার সঙ্গে ঠিক কী ঘটছে। কেন এই ভাবে ওই ব্যক্তি আমাকে আঁকড়ে ধরল। কেন নিজের দিকে আমাকে টেনে নিল। তখন তো বুঝতেই পারিনি।”
এই স্মৃতিকে দুঃস্বপ্নের মতো মনে হয় জেমি লিভারের। তাঁর কথায়, “আমার জন্য, এই ঘটনাগুলো দুঃস্বপ্নের মতো। পরে বুঝলাম, সেই স্পর্শগুলোর কী অর্থ। স্কুল বাস তো শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ হওয়ার কথা। নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব স্কুল বাসের।” সেই জন্যই জেমি মনে করেন, শিশুদের প্রথম থেকেই ভাল ও খারাপ স্পর্শের মধ্যে পার্থক্য বুঝিয়ে দেওয়া উচিত। শিশুদের নিরাপদে রাখার এটা প্রথম পদক্ষেপ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।