আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি উপহার মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি আদালত আগামী ২৩ মে পর্যন্ত বুশরাকে দুর্নীতির এই মামলায় জামিন দিয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের এক আইনজীবী এ কথা জানিয়েছে।
সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আল- কাদির টাস্ট্র দুর্নীতি মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানসহ বুশরারও অভিযুক্ত। তারা দুজনই আল-কাদির বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি।
জানা যায়, ইসলামাবাদ ভিত্তিক আবাসন কোম্পানি বাহরিয়া টাউন, আল-কাদির বিশ্ববিদ্যালয়কে সাড়ে চারশো কানালের বেশি জমি দান করে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে ওই আবাসন কোম্পানিটির কাছ থেকে আর্থিক সহায়তা নেয়ার অভিযোগ ওঠে।
এদিকে বুশরা বিবির আইনজীবী ইন্তিজার হুসাইন সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, আমার আল- কাদির ট্রাস্ট মামলায় বুশরা বিবির জন্য প্রতিরক্ষামূলক জামিনের আবেদন জানিয়েছিলাম এবং দুই সদস্যের ইসলামাবাদ হাইকোর্ট বেঞ্চ আজ ২৩ মে পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।
দুর্নীতির মামলায় গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে নাটকীয়ভাবে ইমরান খানকে গ্রেপ্তার করে দেশটির আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। এ ঘটনায় দেশজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। পরে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারকে অবৈধ এবং বেআইনি বলে রায় দেয়। পরে তাকে মুক্তি দিলে ইসলামাবাদের একটি আদালত দুই সপ্তাহের জামিন মঞ্জুর করে তার।
প্রসঙ্গত, এর আগে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট সরকার (পিডিএম) অভিযোগ তোলে যে, বাহরিয়া টাউন ওই জমি কোন অনুদান হিসেবে দেয়নি বরং এটি বাহরিয়া টাউনের প্রতিষ্ঠাতা মালিক রিয়াজ এবং ইমরান খানের সরকারের মধ্যে একটি গোপন চুক্তির ফল ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।