বিনোদন ডেস্ক : মানি লন্ডারিং মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এর আগে অভিনেত্রীকে দিল্লি উচ্চ আদালতে তলব করা হয়েছিল। এই মামলায় অভিনেত্রীর জামিনের আবেদন মঞ্জুর করা হলে সোমবার (২৬ সেপ্টেম্বর) ৫০ হাজার রুপি বন্ডে জ্যাকুলিনকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় দিল্লির পাতিয়ালা হাউজ আদালত।
১২ সেপ্টেম্বর আদালতে হাজিরা দেয়ার কথা থাকলেও শুটিং-এর কারণে সেদিন হাজির হননি অভিনেত্রী। পরে আদালত তাকে হাজিরা দেয়ার সমন জারি করে। সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন অভিনেত্রী। পরে আদালত তা মঞ্জুর করে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী ২২ অক্টোবর হবে। এ তারিখে শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। নথিপত্র যাচাই-বাছাইও হবে ।
জ্যাকুলিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিক্রান্ত রোনা’। এছাড়া ‘সার্কাস’, ‘রামসেতু’ সিনেমাগুলো তার ঝুলিতে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।