জামিন মেলেনি মির্জা ফখরুলের

মির্জা ফখরুল

জুমবাংলা ডেস্ক : প্রধান বিচারপতির বাসভবনের সামনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলায় জামিন মেলেনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

মির্জা ফখরুল

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে, বুধবার (৩১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে মির্জা ফখরুলের পক্ষে জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা এবং ভেতরে ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতার বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা করা হয়।

পরেরদিন ২৯ অক্টোবর সকালে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে পুলিশ। পরে ওইদিনই গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে হাজির করলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

মেয়েদের চুল কাটলে কী হয়, পবিত্র কোরআনে কী রয়েছে

এদিকে ২৮ অক্টোবরে হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় মির্জা ফখরুলের বিরুদ্ধে সব মিলেয়ে ১১টি মামলা হয়। এরমধ্যে ১০টিতেই তার জামিন পেয়েছেন তিনি। শুধু প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন আবেদন খারিজ করেন হাইকোর্ট।