আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে এবং প্রাথমিক লক্ষ্যগুলো সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। খবর বিবিসি’র।
আজ শনিবার (২৬ মার্চ) বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া এখন তাদের কৌশল পরিবর্তন করে পূর্ব ইউক্রেনকে স্বাধীন করার দিকে নজর দিচ্ছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের প্রাথমিক লক্ষ্যগুলো সম্পন্ন হয়েছে এবং ইউক্রেনের যুদ্ধ করার ক্ষমতাকে সীমিত করা হয়েছে।
রাশিয়ার জেনারেল স্টাফের অপারেশন প্রশাসনের প্রধান সের্গেই রুডস্কয় বলেছেন, ‘অপারেশনের প্রথম পর্যায়ের প্রধান লক্ষ্য সম্পন্ন হয়েছে।’
তিনি বলেছেন, ‘ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর যুদ্ধ করার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে, যা আমাদের মূল লক্ষ্য অর্জনের দিকে মনোনিবেশ করতে সহায়তা করবে। আমাদের এখন লক্ষ্য হলো দনবাস অঞ্চলের স্বাধীনতা।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।