বিনোদন ডেস্ক : বর্তমান যুগে সিনেমা ও সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজের দুনিয়া বিস্তৃত হয়ে উঠেছে। করোনা পরবর্তী সময়ে, ডিজিটাল মিডিয়ার প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়েছে। আর এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলা, হিন্দি, ও অন্যান্য আঞ্চলিক ভাষার ওয়েব সিরিজগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
এখন ডিজিটাল দুনিয়ায় এক নতুন দিগন্তের সূচনা করেছে উল্লু ওয়েব সিরিজ। বিশেষ করে, সুরসুরি-লি ওয়েব সিরিজটি দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। ইতিমধ্যেই প্রথম দুটি পার্ট ভারতীয় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। দর্শকদের আগ্রহ দেখে, নির্মাতারা তৃতীয় পার্টের রিলিজের তারিখ ঘোষণা করেছেন।
নিধি মাধবন, অঙ্কিতা ডেভ, অজয় মেহরা, জয় শঙ্কর ত্রিপাঠি এবং অঙ্কুর মালহোত্রা প্রমুখ অভিনয় করছেন এই ওয়েব সিরিজে। দ্বিতীয় সিজনের শেষ এপিসোডে সুর ও সুরিলির বিয়ের প্রস্তুতি নিয়ে চরম উত্তেজনা দেখা যায়। এরপর, কামিনী ও দাউদের মধ্যে এক রোমান্টিক সম্পর্ক শুরু হয়, তবে কি ঘটবে পরবর্তীতে, তা জানতে হবে সুরসুরি-লি পার্ট ৩ দেখলে।
১ বছরেই ১৫ কোটি Smartphone বিক্রি, সেরা ১০টি Mobile Brand এর তালিকা!
সুরসুরি-লি পার্ট ৩ হিন্দি, ইংরেজি, ভোজপুরি, কন্নড়, মালায়লাম, তেলেগু ও তামিল ভাষায় মুক্তি পাবে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel