জাহ্নবীকে এবার অক্ষয়ের নায়িকা হিসেবে দেখা যাবে

জাহ্নবী ও অক্ষয়

বিনোদন ডেস্ক : অক্ষয় কুমারের নায়িকা হয়ে তাক লাগিয়েছিলেন সারা আলী খান। ছবিটির নাম ‘আতরাঙ্গী রে’। অক্ষয়-সারা-দক্ষিণী অভিনেতা ধানুশ অভিনীত ছবিটি ব্যবসায়িকভাবেও সফল হয়েছিল।

জাহ্নবী ও অক্ষয়

এবার সারার কাছের বান্ধবী জাহ্নবী কাপুরকেও দেখা যেতে পারে অক্ষয়ের বিপরীতে। ছবিতে গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে আছেন টাইগার শ্রুফ। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

সবকিছু ঠিক থাকলে আলী আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে অক্ষয় ও টাইগারের বিপরীতে দেখা যাবে জাহ্নবীকে। ছবির অংশ হতে জাহ্নবী নিজে থেকেই নাকি আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে অনেক ভাবনা চিন্তার পর তাকে চূড়ান্ত করা হয়। আগামী বছর শুরু হতে পারে শুটিং।

খোলা আকাশের নীচে খুনসুটি মাতলো দুই টিয়া পাখি, তুমুল ভাইরাল ভিডিও

বলিউডে সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি বেশ ব্যবসা করেছে বক্স অফিসে। তবে করোনার পরবর্তী বলিউড ছবির ব্যবসায় সার্বিকভাবে মন্দা চলছে। এ বছর অক্ষয়ের একাধিক ছবি মুক্তি পেলেও কোনোটি সেভাবে ব্যবসায়িক সাফল্য পায়নি। বিষয়টি মাথায় রেখে ছবির বাজেট কমানো হয়েছে, পারিশ্রমিক কমিয়েছেন অভিনয়শিল্পীরা।