জাহ্নবী যে খাবার মুখে লাগিয়ে ত্বকের যত্ন নেন

Janhvi Kapoor Indian actress

বিনোদন ডেস্ক : বলিউডের এ প্রজন্মের অন্যতম সুন্দরী নায়িকা জাহ্নবী কাপুর। প্রয়াত সুপারস্টার নায়িকা শ্রীদেবীর বড় মেয়ে তিনি। জাহ্নবী বলিউডে পথচলা শুরু করেছেন পাঁচ বছর হয়ে গেল। এরই মধ্যে তিনি সুন্দর হাসি, উজ্জ্বল ত্বক ও অভিনয় দিয়ে সবার মন জয় করেছেন।

Janhvi Kapoor
Indian actress

২৬ বছর বয়সী জাহ্নবীর সরলতা ও ফ্যাশন সচেতনতা বরাবরই সবাইকে মুগ্ধ করে। কিন্তু কীভাবে তিনি নিজের ত্বকের যত্ন নেন। জানতে আগ্রহী তার ভক্তরা। বিশেষ করে, নারী ভক্তরা। নায়িকা জানান, বাড়িতেই প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেন তিনি।

নিজের ত্বকের রহস্যের কথা জানিয়ে জাহ্নবী বলেন, তিনি প্রতিদিন ওটমিল খান। এই খাবারেরই বেঁচে যাওয়া অংশ তিনি নিয়মিত মুখে লাগান। মানে হলো, ওটমিল খাওয়ার পর অতিরিক্ত যা বাকি থাকে তাই দিয়েই ত্বকের যত্ন নেন জাহ্নবী।

ত্বকের যত্নে ওটমিল নানা উপকার করে। এটি অনেক স্বাস্থ্যগুণের জন্য পরিচিত। এই পুষ্টিকর শস্য ত্বকের অনেক সমস্যা সমাধানে সহায়তা করে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি, যা শুষ্ক ত্বকের সমস্যা সমাধান করে।

কবে আসছে শাহরুখের ডানকি, জানেন না তাপসী

এছাড়া কেউ যদি তৈলাক্ত ত্বকের সমস্যায় ভোগেন, তবে ওটমিল তার জন্য ফেসমাস্কের গুরুত্বপূর্ণ উপাদান হওয়া উচিত। কারণ এটি তেল শোষণ করতে এবং ব্রণ রুখতে সহায়তা করে। তবে এটি শুধু তৈলাক্ত ত্বক নয়, সব ধরনের ত্বকের জন্যই কার্যকরী।