বলিউড তারকা জাহ্নবী কাপুর গত কয়েক মাস ব্যস্ত সময় পার করছেন। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তার রোমান্টিক কমেডি সিনেমা ‘পরম সুন্দরী’ মুক্তির পর তিনি উড়ে গিয়েছিলেন কানাডায়, ২০২৫ টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানেই প্রদর্শিত হয়েছে তার নতুন সিনেমা ‘হোমবাউন্ড’। নীরজ ঘেয়ওয়ান পরিচালিত এই সিনেমাতে মুখ্য ভূমিকায় আছেন ইশান খট্টর ও বিশাল জেঠওয়া।
হোমবাউন্ড আগামী ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে ইতিমধ্যেই সিনেমাটি ৯৮তম অস্কারে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’-এর জন্য ভারতের পক্ষ থেকে মনোনীত হয়েছে। গতরাতে মুম্বইয়ে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আয়োজিত বিশেষ প্রদর্শনীতে দলটি একসঙ্গে হাজির হয়। আর এই বিশেষ সন্ধ্যাতেই মায়ের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে জাহ্নবী বেছে নিলেন মায়েরই শাড়ি।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ২০১৭ সালে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির বিয়ের রিসেপশনে শ্রীদেবী গায়ে যে রাজকীয় নীল শাড়িটি ছিল সেটাই পরেই এবার হাজির হলেন জাহ্নবী। মায়ের মতো তিনিও পরেছিলেন ভারী স্বর্ণের গয়না, চুল বাঁধা ছিল পরিপাটি খোঁপায়। মায়ের সেই স্মৃতিমাখা পোশাকে জাহ্নবী যেন নতুন করে শ্রীদেবীর আভিজাত্য ফিরিয়ে আনলেন।
মায়ের শাড়িতে জাহ্নবীকে দেখে নেটিজেনরা নস্টালজিয়ায় ভেসেছেন। এক জন লিখেছেন, “ধন্যবাদ, এই শাড়িটা পরার জন্য। দারুণ লাগছে।” আরেকজনের মন্তব্য, “কোনো কিছু বদলাওনি, ঈশ্বরকে ধন্যবাদ। অসাধারণ লাগছে।” কেউ লিখেছেন, “নিশ্চয়ই খুব আবেগঘন মুহূর্ত। মায়ের উপস্থিতি যেন আজও অনুভব করছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।