জাহ্নবী কাপুরের নতুন ছবি তুমুল ভাইরাল

জাহ্নবী কাপুর

বিনোদন ডেস্ক : শ্রীদেবী কন্যা হিসেবে বলিউড অঙ্গনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় আজ প্রতিষ্ঠিত জাহ্নবী কাপুর। নেটদুনিয়ার হট সেনসেশন জাহ্নবীকে ফের শিরোনামে উঠে এলেন৷ এই মুহূর্তে ভ্যাকেশন মুডে রয়েছেন জাহ্নবী ও খুশি কাপুর৷ বাবা বনি কাপুরের সঙ্গে দুবাইতে বেড়াতে গেছেন অভিনেত্রী।

জাহ্নবী কাপুর

সেখান থেকে ছবি পোস্ট করতেই চরম সমালোচনার মুখে পড়লেন জাহ্নবী কাপুর। সম্প্রতি বনি কাপুর নিজের সোশ্যাল মিডিয়ায় দুই মেয়ে জাহ্নবী ও খুশি কাপুরের সঙ্গে ছবি পোস্ট করেছেন। ছবি দেখা মাত্রই ধেয়ে এসেছে কটাক্ষ।

ছবিতে দেখা যাচ্ছে নীল ও সাদা রঙের তোয়ালে দিয়ে নিজেকে মুড়ে নিয়েছেন জাহ্নবী কাপুর। খুশি কাপুরকে কালো রঙের বিকিনি ও সাদা শার্ট পরে দেখা গেছে৷ দুই মেয়ের মাঝখানে নীল রঙের পোশাক, কালো রোদচশমা, মাথায় টুপি পরে দেখা গেছে। এই ছবি ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গেছে।

জাহ্নবী

নিজেদের মেয়েদের ছবি পোস্ট করে বনি কাপুর ক্যাপশনে লেখেন আমার ওয়াটার বেবিজ৷ দারুণ সাঁতারের পর দুবাইয়ের ছবি। অংশুলা মনে হয় অন্য কোথাও মজা করছিল। বাবার পাশে বিকিনি কিংবা তোয়ালে জড়িয়ে দুই মেয়েকে দেখা মাত্রই নেটিজেনরা ফুঁসে উঠেছেন।

একজন নেটিজেন কমেন্টে লিখেছেন, বিকিনি পরে বাবার সঙ্গে ছবি, আমাদের সংস্কৃতিতে কি এইসব মানায়। অন্য একজন লিখেছেন, নিজের মেয়েদের সঙ্গে এই ধরনের পোশাক পরে ছবি তোলেন কী করে৷ একাধিক কুরুচিকর মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। তবে পুরো বিষয়টি নিয়ে স্পিকটি নট জাহ্নবী কাপুর।

মিথ্যা বলে আবারও ধরা খেলেন উর্বশী

উল্লেখ্য, এই প্রথমবার দক্ষিণী ছবিতে দেখা যেতে চলেছে। যার জন্য একেবারে মুখিয়ে রয়েছেন ভক্তরা। প্রথমবার কোনও সর্বভারতীয় ছবিতে দেখা যেতে চলেছে জাহ্নবীকে। ‘এনটিআর ৩০’ ছবিতে এনটিআর জুনিয়র-এর সঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন জাহ্নবী কাপুর। দক্ষিণের লিডিং হিরোর সঙ্গে পর্দা শেয়ার করে ভীষণ উচ্ছ্বসিত জাহ্নবী।