জাহ্নবীর প্রেমে পাগল অশ্বিন! সুযোগ পেয়েই অভিনেত্রীকে কী পাঠালেন ক্রিকেটার?

Janhvi-Kapoor-Ravichandran-Ashwin

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট আর বলিউডের সম্পর্ক নতুন নয়। তা বলে জাহ্নবী কাপুরের প্রেমে পাগল রবিচন্দ্রন অশ্বিন? এমনও হতে পারে? সোশাল মিডিয়ার এই যুগে যেন কিছুই অসম্ভব নয়। এই সোশাল মিডিয়াতেই সুযোগটি পেয়েছিলেন অশ্বিন। জাহ্নবীর নাম নিয়েই পাঠিয়ে দিলেন বিশেষ বার্তা।

Janhvi-Kapoor-Ravichandran-Ashwin

ব্যাপার কী? একটু খোলসা করেই বলা যাক। ‘X’ হ্যান্ডেলে ক্রিকেটার রবীন্দ্র জাদেজার উদ্দেশে একটি বার্তা দিয়েছিলেন আশ্বিন। যার উত্তর দেন জাড্ডু। এর পরই জাহ্নবী কাপুর (প্যারোডি) নামের একটি পেজ থেকে লেখা হয়, “দারুণ সুন্দর ব্যপার অশ্বিন।” এই পেজটি যে জাহ্নবীর নয়, তা হয়তো প্রথমে বুঝতে পারেননি ভারতীয় স্পিনার। তাই তিনি উচ্ছ্বাস প্রকাশ করে লিখে বসেন, “হে জাহ্নবী।” এতেই নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করে ফেলেন।

কেউ কেউ বলতে শুরু করেন, অশ্বিন তাহলে জাহ্নবীর সৌন্দর্যে মুগ্ধ। ভারতীয় দলের বিশ্বস্ত স্পিনার কি প্রেমে পড়ে গেলেন? এমন প্রশ্নও তোলা হয়। যদিও এমন কিছু নয় বলেই ধারণা বেশিরভাগ নেটিজেনের। এদিকে জাহ্নবী কাপুর (প্যারোডি) প্রোফাইল থেকে যখন জানিয়ে দেওয়া হয় সেটি আসল জাহ্নবীর প্রোফাইল নয়, তখন আবার মজা করে অশ্বিন লেখেন, “তোমার এটা বলা উচিত নয়, কারণ এতে তো প্যারোডি রয়েছেই আর আসল ভেবে চ্যাট করার মধ্যেই তো আনন্দ।”

উল্লেখ্য, অশ্বিন নয় জাহ্নবীর মনে রয়েছে অন্য পুরুষ। এমনই রটনা। কে সেই পুরুষ? শিখর পাহাড়িয়া। জাহ্নবীর ছোটবেলার বন্ধু। একসঙ্গেই পড়াশোনা করেছেন দুজন। শোনা যায়, শিখরকেই মন দিয়েছেন শ্রীদেবীকন্যা।