বিনোদন ডেস্ক : বিশাল বাজেটে নির্মিত হয়েছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআর আর প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের ‘দেবারা’ সিনেমাটি। ‘দেবারা: পার্ট ১’ ছবিটি মুক্তির এখনো ১০ দিন বাকি। মুক্তির আগেই অবাক করা বিশাল রেকর্ড করেছে সিনেমাটি।
জানা গেছে, এই অ্যাকশনধর্মী ছবির ৪০ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। ‘দেবারা’ ছবিটির অগ্রিম টিকিট বিক্রি প্রভাসের ‘কল্কি’ ও ‘সালার’-কে পেছনে ফেলে দিয়েছে।
যুক্তরাষ্ট্রে অগ্রীম মুক্তির সবচেয়ে দ্রুত ৪০ হাজার টিকিট বিক্রয়কারী প্রথম ভারতীয় ছবি হিসেবে রেকর্ড গড়েছে ‘দেবারা’।
‘জনতা গ্যারেজ’ সিনেমা নির্মাণের অর্ধ যুগ পর ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জুনিয়র এনটিআরকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করেছেন পরিচালক কোরাতলা শিবা। ৩০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে সিনেমাটি।
‘দেবারা’ সিনেমায় জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার। তা ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।
উল্লেখ্য, জুনিয়র এনটিআর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ট্রিপল আর’। ২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পায় এটি। মুক্তির পর দর্শকের ভালোবাসা যেমন কুড়িয়েছে, তেমনি বক্স অফিসও কাঁপিয়েছে এটি। তার আসন্ন ছবি ‘দেবারা: পার্ট ১’ আগামী ২৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেই খবর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।