বিনোদন ডেস্ক : ২০১৮ সালে ‘ধাড়াক’ দিয়ে বড় পর্দায় অভিষেকের আগেই আলোচনায় ছিলেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘রুহি’ ও ‘গুড লাক জেরির’ মতো ছবি উপহার দিয়েছেন। এবার দক্ষিণী ছবিতেও কাজের আগ্রহ দেখিয়েছেন তিনি। শ্রীদেবী নিজেও দক্ষিণে প্রচুর কাজ করেছেন।
।
জানা গেছে, দক্ষিণে প্রথম ছবি করার জন্য বড় অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন জাহ্নবী। তার দাবি করা পারিশ্রমিক নাকি দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার পারিশ্রমিকের চেয়েও বেশি।
জাহ্নবী বর্তমানে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র শুটিং করছেন। ‘বাওয়াল’ ছবির কাজ শেষ করেছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এরইমধ্যে গুঞ্জন, ‘আরআরআর’ খ্যাত তারকা জুনিয়র এনটিআরের বিপরীতে একটি ছবিতে দেখা যেতে পারে জাহ্নবীকে।
দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে বক্তব্যও দিয়েছেন জাহ্নবী। তিনি বলেছেন, “তার পারফরম্যান্স ভীষণ পছন্দ করি। উনি বড় মাপের শিল্পী। উনার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আমারও। সুযোগের অপেক্ষা করছি”।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।