বিনোদন ডেস্ক : সান্টাবুড়ো এল বলে! এখনও আর দুদিনের অপেক্ষা। তাতে কী? জাহ্নবী কাপুরের ক্রিসমাস মরশুম শুরু হয়ে গিয়েছে। আর বড়দিনে বেশ দুষ্টুমির মেজাজে রয়েছেন শ্রীদেবীকন্যা।
বার্বি পিঙ্ক শর্ট ড্রেসে সেজেছেন জাহ্নবী। ক্রিসমাস ট্রিয়ের সামনে নানা মুডে পোজ দিয়েছেন। নায়িকার এই ছবিতেই মুগ্ধ অনুরাগীরা। কেউ দিয়েছেন ভালোবাসার ইমোজি, কেউ আবার আগুনে ইমোজি দিয়ে জাহির করেছেন ভালো লাগা।
নায়িকার এক ছবিতে আবার স্পেশাল পোস্টার। তাতেই রয়েছে দুষ্টুমির বার্তা। আর এটি এলিজাহর ‘নটি’ গানের লাইন। গানে রয়েছে নিয়ম ভাঙার বার্তা।
মা শ্রীদেবীর আদরে ও শিক্ষায় বড় হওয়া জাহ্নবীর। কিন্তু নিয়তির নিয়ম। প্রথম ছবি ‘ধড়ক’-এর মুক্তির আগেই মাকে হারান অভিনেত্রী।
মায়ের স্মৃতিকে সম্বল করেই বলিউডের মাটিতে নিজের জায়গা পাওয়ার চেষ্টা করে চলেছেন জাহ্নবী। আবার দাক্ষিণাত্যেও সফর শুরু করেছেন ‘দেবারা’ ছবির মাধ্যমে।
আগামীতে জাহ্নবীর ঝুলিতে রয়েছে ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ ও ‘পরম সুন্দরী’ সিনেমা। তার আগে বড়দিন ও বর্ষবরণের এই সময়ে প্রেমিক শিখর পাহাড়িয়া ও বন্ধুদের সঙ্গে চুটিয়ে মজা করবেন নায়িকা। নতুন এই পোস্টে যেন সেই আভাসই দিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।