যানজট এড়াতে প্যারাসুটে করে কলেজ গেলেন ছাত্র

Parachut

আন্তর্জাতিক ডেস্ক : যানজটের কারণে প্রতিদিনই কলেজে যেতে দেরী হয়। তাই এবার ব্যতিক্রমীয় উপায় বেছে নিলেন। প্যারাসুটে করে গেলেন কলেজে।ভারতের মহারাষ্ট্রের সাতারা জেলায় এই ঘটনা ঘটেছে।

Parachut

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই শিক্ষার্থীর নাম সামর্থ মহানগাড়ে। প্রথম বর্ষের এই শিক্ষার্থী সময়মতো পরীক্ষার হলে যাওয়ার জন্য প্যারাগ্লাইড করেন।

পরীক্ষার আগের দিন ব্যক্তিগত কাজে পঞ্চগনি গিয়েছিলেন। সেখান থেকে সরাসরি পরীক্ষাকেন্দ্রে ঢোকার কথা ছিল তার। কিন্তু রাস্তায় ব্যাপক যানজট ছিল। তাই আকাশপথ বেছে নেন পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্য। প্যারাগ্লাইডিং করে তার কলেজে পৌঁছানোর ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

২০-৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন!

পঞ্চগনির অ্যাডভেঞ্চার স্পোর্টসে দক্ষ গোবিন্দ ইয়াওয়ালে এবং তার টিম জিপি অ্যাডভেঞ্চার সামর্থের প্যারা গ্লাইডিংয়ের সমস্ত ব্যবস্থা করে দেয়। কলেজের সামনে যাতে তিনি সুস্থভাবে অবতরণ করতে পারেন, তারও ব্যবস্থা করা দিয়েছিল। দেখা যায়, প্যারা গ্লাইডিংয়ের গিয়ার পরেই পরীক্ষাকেন্দ্রের ঢুকছে সামর্থ।