জুমবাংলা ডেস্ক : মেগামার্ট কক্সবাজার এর ৭ম বর্ষ পূর্তী ও ৮ম বছরে পদার্পণ উপলক্ষে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন সাভারের পপুলার বিউটি ব্লগার জান্নাতুল ইসলাম সুমী কে।
প্রতি বছরের ন্যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুণীজনদের সন্বয়ে, এবারো জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হবে মেঘামাঠের প্রতিষ্ঠাবার্ষিকী।
তবে শুধু মেঘামাঠে নয় পপুলার এ বিউটি ব্লগার জান্নাতুল ইসলাম সুমী কক্সবাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান,সো রুম-সহ বিভিন্ন সংস্থা থেকে পেয়েছেন আমন্ত্রন।
আমন্ত্রন পেয়ে নিউ পার্সনা বি ডি বিউটি ব্লগার জান্নাতুল ইসলাম সুৃমী বলেন। মেঘামাঠ এগিয়ে যাক এই কামনা করি, শতভাগ সচ্ছতা নিয়ে ব্যবসায়ে ব্যাপক উন্নয়ন করেছেন মেঘামাঠ।
দেশের ভ্রমন প্রিয় সহ সকলকে সর্বসময় মেঘামাঠে আমন্ত্রন জানাচ্ছি, আপনি আসুন আপনার পরিবার আত্তীয় স্বজনদের মেঘামাঠে আসতে সহযোগীতা করুন।
আমার সাথে থাকুন আমাদের সাথে থাকুন, আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা সহ বিভিন্ন প্রকার তথ্যদিয়ে আমার পেইজ বিজ্ঞাপন দিতে সহযোগীতা করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।