জানুয়ারি বানান করে বলতে পারলেন না শিক্ষিকা, তুমুল ভিডিও ভাইরাল

জানুয়ারী বানান

আন্তর্জাতিক ডেস্ক : কিছু দিন আগের কথা। ভারতে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হওয়ার পর অকৃতকার্য এক ছাত্রীর ‘আমব্রেলা’ বানান শুনে অনেকে অবাক হয়েছিলেন। ভাইরাল হয়েছিল ভিডিওটি। তা নিয়ে তৈরি হয়েছিল নানা মিম, রোস্টিং ভিডিও।

জানুয়ারী বানান

এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো আরেকটি ভিডিও। সেখানে অবশ্য কোনো শিক্ষার্থী নয়, ভুল বানান বলতে দেখা যায় এক শিক্ষিকাকে! তার ‘জানুয়ারি’ বানান শুনে অবাক নেটিজেনরাও।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক জন সাংবাদিক স্কুল শিক্ষিকার সঙ্গে কথা বলছেন। সেখানে উপস্থিত রয়েছে শিক্ষার্থীরাও। সেখানেই ওই শিক্ষিকাকে সাংবাদিক ‘জানুয়ারি’ বানান জিজ্ঞেস করেন।

উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘জে-এ-এন-ওয়াই। ‘ প্রথমে অবশ্য ওই শিক্ষিকা বানান বলতেই চাননি। তিনি সাংবাদিককে বলেন, এই সহজ বানান শিক্ষার্থীদের জিজ্ঞেস করাই ভালো।

১ কেজি সবজির দাম হাজার টাকা

তার কথা শুনে এক ছাত্রীকে বানান জিজ্ঞেসও করেন ওই সাংবাদিক। ছাত্রীটি বলে, ‘জে-এ-ইউ-এন-ডি-এ-ওয়াই। ‘

সূত্র: সংবাদ প্রতিদিন