ধর্ষণের সংজ্ঞা পালটে ফেললো জাপান

আন্তর্জাতিক ডেস্ক : যৌন অপরাধ আইনের যুগান্তকারী পরিবর্তনে ধর্ষণকে ফের সংজ্ঞায়িতকরণ আর সম্মতির বয়স বৃদ্ধি করে আইন পাশ করেছেন জাপানের আইনপ্রণেতারা। অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে ধর্ষণের সংজ্ঞাকে ‘জোরপূর্বক যৌন মিলন’ থেকে ‘অসম্মতিমূলক যৌন মিলন’-এ পরিবর্তন করা হয়েছে। আর যৌন মিলনে সম্মতির আইনি বয়স ১৩ থেকে বাড়িয়ে ১৬ বছর করা হয়েছে।

শুক্রবার এই নতুন আইনগুলো জাপানের সংসদ ডায়েটের উচ্চকক্ষ কর্তৃক পাশ করা হয়েছে। ১৯০৭ সালে কার্যকর হওয়া আইনের পর এই প্রথমবারের মতো জাপান তার সম্মতির বয়স পরিবর্তন করেছে।

আইন পাশের পরের এক বিবৃতিতে দেশটির বিচার মন্ত্রণালয় জানিয়েছে, বিলটিতে একটি নতুন ‘ভিজিটেশন রিকোয়েস্ট অফেন্স’ও রয়েছে। যাতে ১৬ বছরের কম বয়সি শিশুদের যৌন উদ্দেশ্যে মিলিত হতে জোরপূর্বক ভয় দেখানো, প্রলোভন অথবা অর্থ দেওয়ার কথা বলা হলে তাদের এক বছর পর্যন্ত জেল অথবা ৫ লাখ ইয়েন (৩ হাজার ৫০০ ইউএস ডলার) জরিমানা হতে পারে।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস্

বিয়ের অনুষ্ঠানে যৌতুক চাওয়ায় বরের সাথে যা করলো পাত্রীপক্ষ