আন্তর্জাতিক ডেস্ক : তীব্র তাপপ্রবাহে অতীষ্ট জাপানের জনজীবন। আগামীকাল বুধবার গত এক দশকের মধ্যে সর্বোচ্চ তাপামাত্রা রেকর্ড করা হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জাপানে জারি করা হয়েছে জরুরি আবহাওয়া সতর্কতা। তাপমাত্রার এমন অবস্থা আগস্টের শুরু পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চলতি জুলাই মাসের প্রথম দিকে জাপানের তাপমাত্রা অস্বাভাবিক রকমের বেড়ে গিয়েছিল। গত ১১ জুলাই দেশটির ৫৭টি স্থানে কমপক্ষে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তাপমাত্রা। দ্বীপপুঞ্জের বেশিরভাগ অঞ্চলে উচ্চ তাপমাত্রা বিরাজ করছে। জাপানের কেন্দ্রীয় কিরিউ শহরে সর্বোচ্চ ৩৯.৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।
২০১৮ সালে জাপানের সাইতামা প্রদেশের কুমাগায়া শহরে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটি ছিল জাপানের এ যাবৎকালের সবচেয়ে বেশি তাপমাত্রা। তবে দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এবারের তাপমাত্রা ওই রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে।
জাপানের ৪৭টি প্রদেশের মধ্যে চারটি বাদে সবকটিতেই উচ্চ তাপমাত্রার সতর্কতা দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া সংস্থার একজন কর্মকর্তা বলেন, এই গ্রীষ্মে গড় তাপমাত্রার ওপরে এল নিনোর প্রভাব রয়েছে। এটি প্রশান্ত মহাসাগরের সমুদ্রের তাপমাত্রা ও আবহাওয়া পরিস্থিতিকে প্রভাবিত করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।