আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার নতুন হুমকিতে উদ্বেগ প্রকাশ করেছে এশিয়ার শক্তিশালী অর্থনীতির দেশ জাপান। বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তাইওয়ান নিয়েও ক্রমবর্ধমান উদ্বেগ রয়েছে বলে মন্তব্য করেছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামরিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়ানোকেই এই উদ্বেগের কারণ বলছে টোকিও।
বার্ষিক প্রতিরক্ষা রিপোর্টে জাপান জানায়, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে ‘একতরফাভাবে বলপ্রয়োগ করে স্থিতাবস্থা পরিবর্তনের প্রচেষ্টা গ্রহণযোগ্য’ এই বার্তা পাঠানোর ঝুঁকি রয়েছে।
টোকিও আরও সতর্ক করেছে যে মস্কো ক্রমবর্ধমানভাবে একটি প্রতিরোধক হিসেবে তার পারমাণবিক ক্ষমতার উপর ঝুঁকতে পারে। যার অর্থ হতে পারে জাপানের আশেপাশে রাশিয়ার কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। কারণ যেখানে রাশিয়ান পারমাণবিক সাবমেরিনগুলো নিয়মিতভাবে সক্রিয় রয়েছে।
প্রসঙ্গত, রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের বরাবরই কড়া সমালোচনা করে আসছে জাপান। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাতেও যোগ দিয়েছে দেশটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।