জুমবাংলা ডেস্ক : জাপানে ২০২৪ সালে স্কুলছাত্রদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ৫১৩ জন হাইস্কুল ছাত্রদের আত্মহত্যা করে, যা ২০২৪ সালে বেড়ে ৫২৭-এ পৌঁছেছে। খবর এএফপির।
তবে সামগ্রিকভাবে দেশটিতে আত্মহত্যার প্রবণতা ৭ দশমিক ২ শতাংশ কমেছে। ২০২৪ সালে জাপানে মোট ২০ হাজার ২৬৮ জন আত্মহত্যা করেছেন, তার আগের বছর যা ৩৪ হাজার ৪২৭ জন।
ডেপুটি চিপ কেবিনেট সেক্রেটারি তোকিওতো তার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমরা আত্মহত্যার সমস্যাকে অত্যন্ত গুরুত্বসহকারে নিচ্ছি। শিশুদের জীবন রক্ষার্থে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব এবং এমন সমাজ গড়ব যেখানে কেউ তার জীবন নেবে না।’
এবার উত্তর সিটি এলাকা অবরোধের ঘোষণা দিলেন তিতুমীর শিক্ষার্থীরা
যদিও অধিকাংশ ছাত্রের আত্মহত্যার কারণ অজানা। তবে অতীতের পর্যালোচনায় দেখা গেছে, পড়াশোনার চাপ, বুলিং, সম্পর্ক, ক্যারিয়ার এবং স্বাস্থ্যগত সমস্যাগুলোর কারণে অনেক ছাত্র আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।