আন্তর্জাতিক ডেস্ক : সময়টা ছিল ২০ শে ডিসেম্বর ১৯৪২ সাল, তখন গোটা বিশ্বে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মতো দেশগুলি নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করছিল। এদিকে জার্মানির পক্ষ নিয়েছিল জাপান ও ইতালি। সে সময় ভারতের কলকাতা ছিল ব্রিটিশদের শক্ত ঘাঁটি।
১৯৪২ সালের ২০ ডিসেম্বরের সেই রাতে কলকাতার মানুষ সবেমাত্র ঘুমোতে গিয়েছিল যখন হঠাৎ জাপানি যুদ্ধবিমানগুলি শহরের উপর ঘোরাফেরা শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই বোমাবর্ষণ করে। এলিফ্যান্টাইন গার্ডেন থেকে সেন্ট জন চার্চ পর্যন্ত ধূলিসাৎ হয়।
কলকাতার বিখ্যাত হাওড়া ব্রিজ ছিল জাপানি সেনার মূল লক্ষ্য ছিল। সেই সময় হাওড়া ব্রিজ ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম সেতু এবং এর ঠিক পাশেই ছিল একটি বন্দর। জাপানি বিমান বাহিনী সেতুর পাশাপাশি বন্দরটি ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু রাতে তাদের লক্ষ্য ভ্রষ্ট হয়। হাওড়া ব্রিজের পরিবর্তে একটি হোটেলে বোমা পড়ে।
তাহলে জাপান কেন কলকাতায় বোমা ফেলল? এর কারণ ছিল ব্রিটিশ শাসন। যারা বিশ্বযুদ্ধ চলার সময় আমেরিকার সহযোগিতায় চীনে যুদ্ধ সামগ্রী পাঠাচ্ছিল, যার মধ্যে অস্ত্র থেকে শুরু করে খাদ্য সামগ্রী সবই ছিল। ভারত থেকে প্রচুর মালপত্র পাঠানো হচ্ছিল এবং তা কলকাতা হয়ে চীনে গিয়েছিল।
যেহেতু চীন জাপানের কট্টর শত্রু ছিল তাই ভারতের মাধ্যমে সরবরাহ পাঠানো অগ্রহণযোগ্য ছিল। তাই জাপান এই সাপ্লাই চেইন ভেঙে দিতে কলকাতায় আক্রমণ করে। ২০ ডিসেম্বর মধ্যরাতে হামলার পরদিন জাপানি বিমান বাহিনী প্রকাশ্যে শহরটিতে বোমাবর্ষণ করলে ব্রিটিশ সরকারও সতর্ক হয়ে যায়।
এরপর জাপানকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৎকালীন ভারতের ব্রিটিশ সরকার একটি ফাইটার প্লেন মোতায়েন করেছিল যা জাপানের চেয়ে অনেক বেশি উন্নত ছিল। আজ ভারতও জাপানের সম্পর্ক বন্ধুত্ব হতে পারে, কিন্তু সেই ঘটনা আজও বাঙালির মন থেকে মুছে যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।