রজনীকান্তের ছবি দেখতে ভারত ছুটে এলেন জাপানি দম্পতি

বিনোদন ডেস্ক : ভারতজুড়ে বৃহস্পতিবার (১০ আগস্ট) মুক্তি পেয়েছে রজনীকান্তের ‘জেলার’ সিনেমাটি। পুরো পৃথিবীর ৪ হাজার স্ক্রিনে দেখা যাবে সিনেমাটি। এই ৪ হাজার স্ক্রিনের মধ্যে ৮০০টিই তামিলনাড়ুর।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, জাপানের ওসাকা থেকে ভারতের চেন্নাইয়ে এলেন এক জাপানি দম্পতি। এরই মধ্যে নেটমাধ্যমে ভাইরাল হয়েছে জাপানি দম্পতির ছবি-ভিডিও।

ইয়াসুদা হিদেতোসি নামে ওই ভক্ত চেন্নাইয়ে রজনীকান্তের তামিল ভাষায় সিনেমা দেখেন। হল থেকে বের হয়ে তারা সেখানকার গণমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘জেলার’ সিনেমাটি দেখতে সুদূর জাপান থেকে চেন্নাইয়ে এসেছি।

জানা গেছে, ইয়াসুদা জাপানের রজনীকান্তের ফ্যানক্লাবের ক্যাপ্টেন।

‘জেলার’ সিনেমাটি মুক্তি উপলক্ষে চেন্নাই, বেঙ্গালুরুসহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে। ভক্ত-দর্শকরা যখন ছবিটি নিয়ে রীতিমতো উৎসব উদ্‌যাপন করছেন।

২০০ কোটি রুপি বাজেটের ‘জেলার’ সিনেমাটি নির্মাণ করেছেন নেলসন। এ সিনেমায় রজনীকান্তের সঙ্গে আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ।