মেজো মেয়েকেও নিজের জিম্মায় নিতে জাপানি মায়ের আপিল

জুমবাংলা ডেস্ক : হাইকোর্টের আদেশে মেজো মেয়েকেও নিজ জিম্মায় নিতে আপিল বিভাগে আবেদন করেছেন জাপানি মা। সোমবার (১১ মার্চ) এ বিষয়ে প্রাথমিক শুনানি হয়েছে। পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে থাকা দুই জাপানি শিশু জেসমিন মালিকা ও লাইনা লিনা জাপানি মায়ের কাছে থাকবে, এমন রায় দেন হাইকোর্ট। বলা হয়েছিলো, প্রথম ও তৃতীয় মেয়েকে নিয়ে জাপানি মা এরিকো বাংলাদেশে বা যে কোনো দেশে বসবাস করতে পারবেন। তবে সন্তানদের সঙ্গে দেখা-সাক্ষাতের সুযোগ পাবেন বাবা। একইভাবে, দ্বিতীয় মেয়ে লাইলা লিনা বাংলাদেশি বাবা ইমরান শরীফের কাছে থাকবেন। সেক্ষেত্রে, মেজো সন্তানের সাথে দেখা করার সুযোগ পাবেন জাপানি মা।

এ বিষয়ে আপিল আংশিক মঞ্জুর করে হাইকোর্টের বিচারপতি মামনুন রহমানের একক বেঞ্চ এ রায় দেন।