আন্তর্জাতিক ডেস্ক : জাপানের সম্রাট নারুহিতোর একমাত্র কন্যা প্রিন্সেস আইকো এবার চাকরি করার সুযোগ পেলেন। আগামী এপ্রিলে জাপানিস রেড ক্রস সোসাইটিতে চাকরি শুরু হবে তাঁর। তবে এর আগে বিশ্ববিদ্যালয় থেকে শেষ করতে হবে স্নাতক। পাশ করার আগেই চাকরি পেয়ে গেলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ২২ বছর বয়সী প্রিন্সেস আইকো কি ধরনের কাজ করবেন, সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তবে রাজপরিবারের সঙ্গে যুক্ত কোনো দায়িত্বেই তাঁকে রাখা হবে বলে মনে করা হচ্ছে।
জাপানি রাজপরিবারের নিয়ম অনুযায়ী প্রিন্সেস আইকোর ক্ষমতায় যাওয়ায় সুযোগ নেই। কেননা পুরুষ সদস্যরা সম্রাট হতে পারবেন। সবচেয়ে বেশি সময় ধরে চলে আসছে জাপানি রাজপরিবার।
এক বিবৃতিতে প্রিন্সেস আইকো বলেন, রেডক্রস নিয়ে আগে থেকেই তাঁর আগ্রহ ছিল। সহজেই যাতে কাজ করতে পারেন, এ জন্য এরই মধ্যে তাঁকে সহায়তা করা হচ্ছে।
জাপানি রাজপরিবারের সঙ্গে রেডক্রসের ভালো সম্পর্ক রয়েছে বলে জানা যায়। গত বছরের অক্টোবরেই রেডক্রসের একটি এক্সিবিশনে যান আইকো।
প্রিন্সেস আইকো বর্তমানে গুকুশুইন বিশ্ববিদ্যালয়ে লেটার্স বিষয়ের পড়ছেন। এই বিষয়ে জাপানি ভাষা ও সাহিত্য নিয়ে পড়ানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



